বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ৪ তরুণের

Picture of the author

24 Bangladesh

১০ জুলাই, ২০২৫ | 9:20 AM

Picture of the author

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের কারণে তারা মৃত্যু বরণ করেছেন।

বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, আহত অবস্থায় আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান। আহত রবি বুনার্জী (২০) কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

জানা গেছে, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে বুধবার রাতে কোনো কাজ করতে গিয়ে একে একে পাঁচজন নিচে নামেন। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে সবাইকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, ‘রাতে যেসব রোগীকে আমাদের কাছে আনা হয়েছিল, তারা সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বজনদের কাছ থেকে জেনেছি, তারা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।’



    জনপ্রিয়

    সর্বশেষ