রাজনীতি
24 Bangladesh
৭ আগস্ট, ২০২৫ | 5:01 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর বলেন, এ বছরই দেশে ফিরবেন তারেক রহমান। আগামী নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তার পরেই তারেক রহমান দেশে ফিরবেন।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আগামী নভেম্বরই তফসিল ঘোষণার সময়। তারেক রহমান দেশে ফেরার পর যে বাড়িতে উঠবেন, সেটি ইতিমধ্যে প্রস্তুত করা করা হয়েছে। তার চলাচলের জন্য যথাযথ নিরাপত্তাসুবিধাসহ গাড়িও আনা হচ্ছে।