লাইফস্টাইল
24 Bangladesh
১২ আগস্ট, ২০২৫ | 3:27 PM
বর্ষা এলে শুধু শীতলতা আর সবুজের জোয়ারই আসে না, স্যাঁতসেঁতে আবহাওয়া ও আর্দ্র পরিবেশের কারণে মশার প্রজনন বৃদ্ধি পায়। যার ফলে চুলকানি ছাড়াও ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। তবে বাজারে নানা ধরনের রাসায়নিক মশা প্রতিরোধক পাওয়া যায় যা শিশু ও পোষা প্রাণীর জন্য অনিরাপদ। তাই প্রাকৃতিক সমাধান হিসেবে ঘরের ভেতর ও বাইরে গাছ লাগানো হতে পারে একটি স্বাস্থ্যকর বিকল্প।
মশা তাড়ানোর জন্য যেসব গাছ পাওয়া যায়, সেসব গাছের পাতায় থাকা উপকারী উপাদান যা মশাকে দূরে রাখে। তাই বর্ষায় মশা তাড়ানোর জন্য নিয়ে আসতে পারেন যে ৬টি গাছ:
১. লেমনগ্রাস
সিট্রোনেলা তেলে সমৃদ্ধ এই গাছ ঘষে বা পাতা ভেঙে দিলে প্রায় ৪০ মিনিট পর্যন্ত মশা দূরে থাকে। দরজা ও বারান্দার কাছে রাখা টবে লাগানো হতে পারে আদর্শ।
২. ল্যাভেন্ডার
লিনালুল ও লিনালাইল অ্যাসিটেট সমৃদ্ধ ল্যাভেন্ডারের গন্ধ পেলে মশা আসেনা। তাই জানালা বা বসার জায়গার কাছে লাগালে সুরক্ষার পাশাপাশি পাবেন সুগন্ধও।
৩. তুলসী
তুলসীর তীব্র ঘ্রান মশা তাড়াতে কার্যকর। রান্নাঘরের জানালার ধারে লাগানোর পাশাপাশি রান্নাতেও তুলসীর পাতা ব্যবহার করতে পারবেন।
৪. গাঁদা ফুল
ফরাসি গাঁদায় থাকে প্রাকৃতিক কীটনাশক পাইরেথ্রাম, যা মশাসহ ক্ষতিকর পোকামাকড় তাড়ায় তাই ঘরের প্রবেশপথে লাগালে সুরক্ষা ও সৌন্দর্য দুটোই মেলে।
৫. পুদিনা ও লেবু বাম
পুদিনা পাতা শুধু মশা নয়, মাছি ও ইঁদুরও তাড়ায়। লেবু বালামের পাতায় থাকা সাইট্রাস গন্ধ ছড়িয়ে মশা দূরে রাখে।
৬. রোজমেরি
রোজমেরির তেল ও ধোঁয়া দুটোই মশা তাড়াতে কার্যকর। অন্যান্য ভেষজের সাথে মিশিয়েও এটি মশা প্রতিরোধক হিসেবেও ব্যবহার করা যায়।
বর্ষার মৌসুমে এসব গাছ লাগানো শুধু মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় নয়, বরং আপনার বাড়ি ও বাগানকে করে তুলতে পারে আরও সজীব ও মনোরম।
তথ্যসূত্র: দ্যা ডেইলি জার্গন