বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

৪২ কেজির বাঘাইড় ধরা পড়লো পদ্মায়

Picture of the author

24 Bangladesh

২৯ জুন, ২০২৫ | 8:43 AM

Picture of the author

ফরিদপুরের পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ।

ফরিদপুরের পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ।

রোববার (২৯ জুন) সকালে চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ বাজারে আনলে স্থানীয় ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় কিনে নেন মাছটি। এরপর তারা ১৮ ভাগে সেই মাছ কেটে নেন।

শনিবার (২৮ জুন) দিনগত রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকার আদু শেখের বড়শিতে মাছটি ধরা পড়ে।

স্থানীয় ও জেলেরা জানান, পদ্মা নদীতে পানি বাড়ছে। সম্প্রতি জেলেদের জালে রুই, কাতলা, পাঙাশ ও বড় বোয়াল‌ ধরা পড়ছে। জেলে আদু শেখসহ অনেকে শনিবার রাতে হাজার বিঘা এলাকার পদ্মা নদীতে মাছ শিকারে বড়শি পাতেন। শেষ রাতের দিকে তার বড়শিতে এই মাছটি আটকা পড়ে। পরে বাঘাইড়টি টেনে নৌকায় তুলে সকালে বিক্রি জন্য চর হাজীগঞ্জ বাজারে নিয়ে আসেন।

এদিকে বিশাল বাঘাইড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক অনেকে। আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৮ জন মিলে মাছটি কিনে নেন।

মাছটির ক্রেতারা মধ্যে মো. বাবুল শেখ জানান, মাছটি বিক্রির জন্য আড়তে নিলামে তোলা হয়। মাছের ওজন প্রায় ৪২ কেজি। সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা ৬২ হাজার টাকায় কেনেন মাছটি। এত বড় বাঘাইড় মাছ এ বছর এই এলাকায় প্রথম পদ্মা নদীতে ধরা পড়েছে বলে জানান তিনি।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বাঘাইড় জেলেদের জালে ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাঘাইড় শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমনটি নেই। বড় মাছ হলে জেলেরা ধরতে পারবে। ঝাটকাসহ কিছু ছোট মাছ ধরার বিষয়ে আমাদের অভিযান চলে ও আমরা সেগুলো তদারকি করি। তবে বড় মাছ ধরার ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।




    জনপ্রিয়

    সর্বশেষ