বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

১৭৮ রানে আটকে গেল বাংলাদেশ

Picture of the author

24 Bangladesh

১৩ জুলাই, ২০২৫ | 3:16 PM

Picture of the author

ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৭ রান। অধিনায়ক লিটন দাস সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া শামীম হোসেন পাটোয়ারী করেন ৪৮ রান।


 প্রথম দুই ওভারেই উইকেট হারিয়ে সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার। প্রথম ওভারের শেষ বলে বলে নুয়ান থুসারার ইনসুইং বলে বোল্ড হয়ে যান পারভেজ হোসেন ইমন। ৩ বল খেলে একটি রানও করতে পারেননি তিনি।

তানজিদ হাসান তামিম কিছুক্ষণ টিকে থাকতে পারলে ঝড়ের গতিতে রান ওঠে।


কিন্তু আভিস্কা ফার্নান্দোর আউটসুইঙ্গার বলে শট খেলতে যান। বল ব্যাটের কানায় লেগে চলে যায় ডিপ স্লিপে। যেখানে কুশল পেরেরা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করে নেন।


বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।


শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা, জামিকা করুনারত্নে, জেফরি ভেন্ডারসি, মহেস থিকসানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।

    জনপ্রিয়

    সর্বশেষ