বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

হারুনকে শোকজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির

Picture of the author

24 Bangladesh

২৮ জুন, ২০২৫ | 1:44 PM

Picture of the author

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।তার বিরুদ্ধে চাঁদাবাজী, বাড়ি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।তার বিরুদ্ধে চাঁদাবাজী, বাড়ি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

গত ২৫ জুন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক মর্যাদা) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অভিযোগের বিষয়ে ৪ কর্মদিবসে মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগেও একই অভিযোগের পরিপ্রেক্ষিতে হারুনুর রশিদকে মৌখিকভাবে সর্তক করেছিল বিএনপি। শুধু তাই নয়, বিএনপির যুগপৎ আন্দোলনের জোটসঙ্গী নেতাদের হয়রানি করার অভিযোগ উঠছে হারুনের বিরুদ্ধে।

সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টনের বাসিন্দা জহিরুল ইসলাম রুমি একটি পত্রে আপনার (হারুনুর রশিদ) বিরুদ্ধে বেশ কিছু অভিযোগসহ একটি অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অভিযোগকারীর বাড়ি পুনরায় দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, অভিযোগকারী ও তার স্ত্রীর নামে বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানিমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা দায়ের করতে অন্যকে প্ররোচিত করা, আপনি এবং আপনার ভাবী ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং অনলাইন ও নিউজ মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার ইত্যাদি।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ইতিপূর্বে (৫ আগস্ট পরবর্তী সময়ে) একবার ওই ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগর শীর্ষ নেতাদের মাধ্যমে আপনাকে মৌখিকভাবে সতর্ক করার পরেও বিষয়টি অব্যাহত অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে পত্র প্রাপ্তির চার কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।


রয়েছে।

    জনপ্রিয়

    সর্বশেষ