বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

জঙ্গিবাদ এক সময় একটি নাটক ছিল

Picture of the author

24 Bangladesh

১৩ জুলাই, ২০২৫ | 9:17 AM

Picture of the author

জঙ্গিবাদ এক সময় ছিল একটি নাটক, সেই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি- বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম।


রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।


এসময় তিনি আরও বলেন, ১৮ বছর ফ্যাসিস্ট শাসকের নিপীড়নের শিকার ছিলাম, সেখান থেকে আজ আমরা মুক্ত। এখন আমরা নতুন বাংলাদেশে, নতুন চেতনায় গড়া পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছি।


এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দিন কালু, জেলা শাখার নায়েবে আমির কেএম মকবুল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ। অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জুলাইয়ের ১৪ শহীদের পরিবারের মাঝে উপহারসামগ্রী প্রদান করা হয়।




    জনপ্রিয়

    সর্বশেষ