বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

নুরুল হুদার সঙ্গে ‘মব’ : দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 9:59 AM

Picture of the author

কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেন তার আইনি এবং সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার অক্ষুন্ন থাকে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যতবড় অপরাধীই হোন না কেনো তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুন্ন না হয়।

কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেন তার আইনি এবং সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার অক্ষুন্ন থাকে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যতবড় অপরাধীই হোন না কেনো তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুন্ন না হয়।


সোমবার (২৩ জুন) দুপুরে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি।

সালাহ উদ্দিন বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে, তার ওপর যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির কোনো নেতা-কর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন (শৃঙ্খলা বিরোধী ব্যবস্থা) নেব। এটা আমাদের (বিএনপি) অবস্থান।


কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেন তার আইনি এবং সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার অক্ষুন্ন থাকে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যতবড় অপরাধীই হোন না কেনো তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুন্ন না হয়।



    জনপ্রিয়

    সর্বশেষ