বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

গল টেষ্টে যেমন খেললো বাংলাদেশ

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 6:28 AM

Picture of the author

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ লড়াইয়ের পর ড্র করেছে বাংলাদেশ। গলে অনুষ্ঠিত টেস্টের শেষদিকে বাংলাদেশ জিততে পারত বলেও আক্ষেপ ঝরছে ক্রিকেটভক্তদের। যেখানে টাইগারদের ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় লঙ্কানরা ৪ উইকেটে ৭২ রান তুলতেই পঞ্চম দিনের আলো ফুরোয়। প্রথম টেস্ট ড্র করলেও বেশ কিছু দিকে উন্নতির জায়গা রয়েছে বাংলাদেশের। অবশ্য খারাপ খেলেননি শান্ত-নাঈমরা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ লড়াইয়ের পর ড্র করেছে বাংলাদেশ। গলে অনুষ্ঠিত টেস্টের শেষদিকে বাংলাদেশ জিততে পারত বলেও আক্ষেপ ঝরছে ক্রিকেটভক্তদের। যেখানে টাইগারদের ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় লঙ্কানরা ৪ উইকেটে ৭২ রান তুলতেই পঞ্চম দিনের আলো ফুরোয়। প্রথম টেস্ট ড্র করলেও বেশ কিছু দিকে উন্নতির জায়গা রয়েছে বাংলাদেশের। অবশ্য খারাপ খেলেননি শান্ত-নাঈমরা। 


যথারীতি দুশ্চিন্তার জায়গা ওপেনিং


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে ডাক নিয়ে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেন স্রেফ ৪ রান। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে তা পায়ে ঠেলে দেওয়ার অবস্থা ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো এই উইকেটরক্ষক ব্যাটারের। ওপেনিংয়ের এই ভঙ্গুর অবস্থা স্বাভাবিকভাবে দ্বিতীয় টেস্টের আগেও সফরকারীদের চিন্তায় রাখবে।


জ্বলে উঠতে ব্যর্থ পেসাররা

গল টেস্টের অনেকাংশ জুড়ে পিচ ছিল পুরো ব্যাটিং-বান্ধব। বোলাররা সহায়তা পেয়েছেন কম। তবে বাংলাদেশের স্পিনাররা লঙ্কানদের বিপক্ষে সময়-সুযোগ মতো ব্রেকথ্রু দিলেও, পেসাররা সামর্থ্যের যথাযথ প্রয়োগ ঘটাতে পারেননি। অবশ্য প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তবে একাদশে থাকা আরেক পেসার নাহিদ রানা ছিলেন এই টেস্টে পুরোদমে ব্যর্থ। 


শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ লড়াইয়ের পর ড্র করেছে বাংলাদেশ। গলে অনুষ্ঠিত টেস্টের শেষদিকে বাংলাদেশ জিততে পারত বলেও আক্ষেপ ঝরছে ক্রিকেটভক্তদের। যেখানে টাইগারদের ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় লঙ্কানরা ৪ উইকেটে ৭২ রান তুলতেই পঞ্চম দিনের আলো ফুরোয়। প্রথম টেস্ট ড্র করলেও বেশ কিছু দিকে উন্নতির জায়গা রয়েছে বাংলাদেশের। অবশ্য খারাপ খেলেননি শান্ত-নাঈমরা। 


প্রথম ইনিংসে ১৯ ওভার বল করে ৯৭ রান দিয়েছিলেন রানা। এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতেই দেখা যায়নি এই স্পিড স্টারকে। অন্যদিকে হাসান করেন ৩ ওভার। টেস্ট ম্যাচে জয়ের জন্য প্রতিপক্ষের ২০ তোলার কার্যকারিতা দেখাতে হয় বোলারদের। সেক্ষেত্রে পেসারদের বেশি অবদান রাখতে না পারার প্রভাব পড়ে দলীয় সাফল্যেও। 



চাহিদার তুলনায় মন্থর ব্যাটিং

পঞ্চম দিনের শুরুতে গতকাল বাংলাদেশ দল মন্থর ব্যাটিং করেছে। যা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। মূলত শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দিতে হলে দিনের শুরু থেকে ব্যাট হাতে চালিয়ে খেলা দরকার ছিল। কিন্তু সেটা করে দেখাতে পারেননি মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তরা। বড় রান পেলেও তা দলের প্রয়োজন মেটাতে কতটা উপযোগী সেই প্রশ্নও লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা সব বিভাগ মিলে ‘দলগত পারফর্ম’ করতে না পারা। কখনও ওপেনাররা রান করেন তো ব্যর্থ মিডল অর্ডার। আবার ব্যাটারদের ফর্ম থাকলে, ধারহীন হয় বোলিং। গল টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ ছিলো টাইগারদের লোয়ার ব্যাটিং অর্ডার। জকের আলি অনিক, নাঈম হাসান ও তাইজুল ইসলামরা দায়িত্ব নিতে পারেননি যথাযথউঠেছে!



    জনপ্রিয়

    সর্বশেষ