বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে : তৃতীয় দিনেও শুরু হয়নি মেরামত কাজ, ভোগান্তি

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 6:09 AM

Picture of the author

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৬ গ্রামের কয়েক হাজার মানুষ।

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৬ গ্রামের কয়েক হাজার মানুষ।



ঘটনার তৃতীয় দিন রোববার (২২ জুন) সকালে দেখা যায়, ডুবে যাওয়া বেইলি ব্রিজের প্লেটগুলো সরানো হলেও ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। এতে বন্ধ রয়েছে মেরামত কাজ।



‎এর আগে শুক্রবার ভোর রাত ৪টার দিকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ি এলাকায় ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও নেওয়া হয়নি মেরামতের কোনো উদ্যোগ। ফলে এখন চরম দুর্ভোগের শিকার তারা।



‎ব্রিজের অপর পাশের কলারন গ্রামের বাসিন্দা মো. হিরু মাঝি বলেন, প্রতিদিন এই ব্রিজ দিয়েই আমরা যাতায়াত করি, শিক্ষার্থীরা স্কুল-কলেজে যান। এখন বিকল্প কোনো রাস্তা নেই, হেঁটেও পার হওয়া যাচ্ছে না। জরুরী রোগী নিয়ে বের হতে হলে আমরা বড় বিপদে পড়ব। এই ব্রিজই ছিল আমাদের শহরে যাতায়াতের একমাত্র ভরসা। দ্রুত ব্রিজটি মেরামত না হলে আরও বড় সমস্যায় পড়তে হবে আমাদের।




    জনপ্রিয়

    সর্বশেষ