রাজনীতি
24 Bangladesh
১৮ জুলাই, ২০২৫ | 12:45 PM
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠেয় জাতীয় সমাবেশের কারণে রাজধানীতে দুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কায় অগ্রিম ক্ষমা প্রার্থনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে সমাবেশ স্থল পরিদর্শনের পর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান।
তিনি দাবি করেন, আজ (শুক্রবার) রাত থেকে দলের লাখ লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নিতে ঢাকায় আসবেন।
সমাবেশে জামায়াতের ছাড়াও অন্যান্য দলের নেতারা অংশগ্রহণ করবেন বলে জানান পরওয়ার।
সমাবেশ স্থলে অন্তত ৫০ থেকে ৬০ হাজার বোতল পানির সরবরাহ করা হবে। আগতদের জন্য স্যানিটেশন ব্যবস্থা, অজু করার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জামায়াত সেক্রেটারি।
তিনি বলেন, মঞ্চে অন্তত তিনশ জন অতিথি থাকবেন, এতে বিগত জুলাই আন্দোলনের শহীদ, আহতদের পরিবারের সদস্যরাও থাকবেন।
সমাবেশ থেকে দলের সাত দফা কর্মসূচিসহ আরও কিছু জরুরি রাজনৈতিক দাবি সামনে আসবে বলে উল্লেখ করেন পরওয়ার।
এসময় নায়েবে আমির মজিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।