বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

নেইমারের গোলে জিতল সান্তোস

Picture of the author

24 Bangladesh

১৭ জুলাই, ২০২৫ | 6:04 AM

Picture of the author

ফিলিপে লুইসকে কি আগেই গোল করার কথা বলে রেখেছিলেন নেইমার? গোলের পর তাঁর উদ্‌যাপনে তেমনটা মনে হতেই পারে। ব্রাজিলিয়ান সিরি আ-তে আজ ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের জয়ের মূল কারিগর নেইমার। ৮৪ মিনিটে তাঁর দারুণ ফিনিশিং থেকে ১-০ গোলে জিতেছে সান্তোস।


গোলের পর প্রতিপক্ষ দলের ডাগ আউটে দাঁড়ানো কোচ ফিলিপে লুইসকে ‘তোমাকে বলেছিলাম’ বলে ইঙ্গিত করেন নেইমার। ব্রাজিল জাতীয় দলে দীর্ঘদিন নেইমারের সতীর্থ ছিলেন লুইস। ৩৯ বছর বয়সী লুইস ২০২৩ সালে অবসর নেওয়ার পর নেমে পড়েছেন কোচিংয়ে।


দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে গত সপ্তাহে প্রীতি ম্যাচে গোল করার পাশাপাশি গোল করিয়ে নেইমার বলেছিলেন, তিনি ‘আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন।’ সান্তোসের হয়ে মাঠে আজ সেটিই দেখা গেল ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে। প্রথম মিনিটেই ফ্ল্যামেঙ্গোর দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলে চেলসি থেকে সান্তোসে ধারে আসা ফরোয়ার্ড দেইভিদ ওয়াশিংটনের গোলের দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন নেইমার।


প্রথমার্ধের শেষ দিকে তাঁর খেলার ছন্দ কিছুটা কমেছে; কিন্তু বিরতির পর আবারও ফ্ল্যামেঙ্গোর রক্ষণকে চাপে রাখতে শুরু করেন। সেই ধারাবাহিকতায় নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে আসে গোল। বাঁ প্রান্ত থেকে সতীর্থের পাস পেয়ে শরীরী ডজে ঘুরে গিয়ে গোল করেন নেইমার।


তবে সান্তোস সমর্থকেরা গোলের চেয়েও নেইমারের পুরো ৯০ মিনিট মাঠে থাকায় আরও বেশি সন্তুষ্ট হতে পারেন। প্রায় পাঁচ মাস পর পুরো একটি ম্যাচ মাঠে থাকলেন নেইমার। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২০১৩ সালের মে মাসের পর এটাই তাঁর প্রথম ম্যাচ।


চলতি মৌসুমে ১৩ ম্যাচে এ নিয়ে ৪ গোল করলেন নেইমার। সিরি আ এর চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল।


জয়ের পর সান্তোস ফরোয়ার্ড বলেন, ‘আমি প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট খেলতে চাই। শারীরিকভাবে আরও ফিট হয়ে উঠতে চাই। সে জন্য সময়ের প্রয়োজন। যে চোটে ভুগেছি, সেখান থেকে সেরে ওঠা সহজ না। তবে রক্ষণ ও আক্রমণে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। এখনো শতভাগ ফিটনেস ফিরে পাইনি তবে উন্নতি করছি।’




    জনপ্রিয়

    সর্বশেষ