সারাদেশ
24 Bangladesh
২২ জুলাই, ২০২৫ | 12:10 PM
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়ার কিশোর উক্য চিং মারমা রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করত। শিক্ষক বাবা উসাইমং মারমা স্বপ্ন দেখেছিলেন—ছেলেটি বড় হয়ে হবে শিক্ষিত ও আলোকিত মানুষ। কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই কান্না আর শোকগাথায় পরিণত হয়েছে।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোমবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উক্য চিং মারমার মাসি (খালা) নেলী মারমা। তিনি জানান, তার অবস্থা ভালো ছিল না। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান, উক্য চিং সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় মারা গেছে। আজ সকালে তার বাবা-মা লাশ নিয়ে রাজস্থলীর উদ্দেশে রওনা দিয়েছেন।
নিহতের দাদা কমহ্লাপ্রু মারমা জানান, উক্য চিং-এর মরদেহ নিজ গ্রাম বাঙ্গালহালিয়ায় দাহ করা হবে। খুবই মর্মান্তিক ঘটনা। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।