সারাদেশ
24 Bangladesh
২০ জুলাই, ২০২৫ | 8:51 AM
ফরিদপুরে হাইওয়ে থানার সামনে থাকা জব্দকৃত একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জেলা সদরের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল কোতয়ালী থানা পুলিশ ও পুলিশের বিশেষ টিম (ডিবি) পরিদর্শন করেছেন।
করিমপুর হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ঈদুল আযহার আগে বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এরপর বাসটি জব্দ করে হাইওয়ে থানার পশ্চিমে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে রাখা ছিল। সেখানেই বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ রবিবার (২০ জুলাই) সকালে বাসের আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মামুন জাহিদী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনার শিকার হওয়া বাসটি জব্দ করে থানার দেড়শো গজ দূরে সড়কের পাশে রাখা ছিল। বাসটি মালিকপক্ষের লোকজন দেখাশুনা করত। শনিবার দুপুরের পর থেকে তারাও ওই জায়গায় ছিলেন না। রাত ১২টার দিকে জানতে পারি, বাসটিতে আগুন লেগেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কিনা সে বিষয়ে এই মুহূর্তে নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্ত চলছে।