Logo
বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 7, 2025
বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 7, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

সাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Picture of the author

24 Bangladesh

১ আগস্ট, ২০২৫ | 5:46 AM

Picture of the author

পটুয়াখালীর কলাপাড়া সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ হন নজরুল ইসলাম (৬০) নামের এক জেলে। সাতদিন পর মরদেহ পাওয়া গেছে তার।


শুক্রবার (১ আগস্ট) সকালে কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ি এলাকায় মরদেহ ভেসে আসে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার ছেলে নশা হাওলাদার মরদেহর গায়ে থাকা রেইনকোট দেখে শনাক্ত করেন।


নিহত নজরুল ইসলাম উপজেলার লালুয়া ইউনিয়নের চর-চান্দু পাড়া গ্রামের মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। তিনি এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলারে কাজ করতেন।


নিহতের ছেলে নশা হাওলাদার বলেন, আমার বাবা ২৩ জুলাই মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলেন। এসময় তাদের ট্রলার ডুবে গেলে তিনি নিখোঁজ হন। এতদিন পর আজ সকালে একটি মরদেহ ভেসে এসেছে শুনে চলে আসি, এসে দেখি বাবার মরদেহ।


ঘটনাস্থলে উপস্থিত কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। নিহতের স্বজনরা এসেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে ২৩ জুলাই উপজেলার মহিপুর মৎস্য বন্দর থেকে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ১৫ জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। যাওয়ার একদিন পরেই বৈরী আবহাওয়ায় ট্রলারটি ডুবে গেলে নিখোঁজ হন সব জেলে। নিখোঁজের চারদিন পর বিভিন্নভাবে ১০ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জনের খোঁজ মেলেনি। তাদের একজন নজরুলের মরদেহ পাওয়া গেলেও এখনো নিখোঁজ ৪ জেলে।






    জনপ্রিয়

    সর্বশেষ