বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

লাইফস্টাইল

শিশু স্বাস্থ্য সুরক্ষায় সময়মতো টিকাদানের প্রতি বিশেষজ্ঞদের বার্তা

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 8:06 AM

Picture of the author

শিশু স্বাস্থ্য সুরক্ষায় সময়মতো টিকাদানের গুরুত্বের বিষয়ে জোরালো বার্তা দিয়েছে বিশেষজ্ঞরা।

শিশু স্বাস্থ্য সুরক্ষায় সময়মতো টিকাদানের গুরুত্বের বিষয়ে জোরালো বার্তা দিয়েছে বিশেষজ্ঞরা।

শনিবার (২১ জুন) “এক্সপেন্ডিং প্রটেকশন এগেইনস্ট চাইল্ডহুড ইনফেকশাস ডিজিজেস থ্রু ভ্যাকসিনেশন” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এই বার্তা দিয়েছেন।


সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর আয়োজিত এই অনুষ্ঠানে টিকাদান নিয়ে এই সম্মেলনে আলোচনা করেন দেশের শীর্ষ শিশু বিশেষজ্ঞরা।

তারা বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, আর এই প্রেক্ষাপটে শিশুদের রোগ প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী টিকাদান অত্যন্ত জরুরি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আনা লিসা টি. ওং-লিম, যিনি ফিলিপাইনের ইউনিভার্সিটি অফ দ্য ফিলিপিন্স ম্যানিলা ফিলিপাইন জেনারেল হাসপাতালের শিশু সংক্রামক ও ট্রপিকাল ডিজিজ বিভাগের প্রধান।

তিনি তার গবেষণাভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শিশুদের মারাত্মক রোগ থেকে বাঁচাতে টিকাদান কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।

প্যানেল আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্ট বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. এম ইশতিয়াক হোসেন, প্রফেসর ড. এ আর এম লুতফুল কবির, এবং প্রফেসর ড. মো. আবিদ হোসেন মোল্লাহ।

তারা শিশুদের নিউমোনিয়া, মেনিনজাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস-এ এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জার মতো রোগ প্রতিরোধে টিকাদানের ভূমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এই আলোচনায় উঠে এসেছে Hexaxim, Tetraxim (বুস্টার), Menactra (মেনিনজাইটিস), Typhim VI (টাইফয়েড), Avaxim (হেপাটাইটিস A) এবং Vaxigrip Tetra ছয়টি গুরুত্বপূর্ণ শিশু টিকা।

অনুষ্ঠানে সাইনোভিয়া ফার্মা পিএলসি’ র পক্ষ থেকে , জনাব সায়েদ এ বি তাহমিদ, ( পরিচালক - মার্কেটিং এন্ড সেলস),সকল শিশুরোগ বিশেষজ্ঞ, মূল বক্তা ও বিশেষ আলোচক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনে যে মূল্যবান অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় হয়েছে, তা বাংলাদেশে শিশু টিকাদানের পরিসর বাড়াতে এবং প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যৎ কার্যক্রমে অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও জানান, সাইনোভিয়া ফার্মা পিএলসি বাংলাদেশের শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দেশব্যাপী শিশু টিকাদান কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।





    জনপ্রিয়

    সর্বশেষ