বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

Picture of the author

24 Bangladesh

৬ জুলাই, ২০২৫ | 12:04 PM

Picture of the author

চাঁদাবাজির মামলায় নরসিংদীর পলাশ উপজেলার ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে ডাংগা ইউনিয়ন যুবদল সভাপতি মনির উজ্জামান ও তার লোকজন হামলা চালায়।

নদীপথে ২টি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় প্রবেশ করে শ্রমিকদের ৬টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল, ল্যাপটপ ও মালামাল লুট করে নেয়। হামলায় প্রায় ৭ জন শ্রমিক আহকারখানা কর্তৃপক্ষ জানান, হামলার নেতৃত্ব প্রদানকারী বিল্লাল হোসেন ও তার সহযোগীরা যুবদল নেতা মনিরের অনুসারী। কিছুদিন আগে যুবদলের সভাপতি মনির উজ্জামান, স্থানীয় যুবদল নেতা বাদল মিয়া ও নজরুল মাস্টার এই কম্পানির ড্রেজারের কাজ তাদেরকে দেওয়ার দাবি করেন।


গত ৩ জুলাই হামলার ঘটনায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।

পলাশ উপজেলার ডাংগা কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির এজিম (প্রশাসন ও বিধিনিয়ন্ত্রণ শাখা) মাহবুবুর রহমান বলেন, আমাদের ওপর হামলা, অফিস ভাঙচুর, মারধর, লুটপাট ও চাঁদা দাবির ঘটনা আমাদের ঢাকা অফিসকে জানিয়েছি এবং তারা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।


তাদের আইনি পদক্ষেপের ওপর ভিত্তি করে ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে গ্রেপ্তার করা হয়েছএলাকাবাসী বলছে, মনির হোসেন স্থানীয়ভাবে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হওয়ায় তার বিরুদ্ধে আগে কেউ মুখ খুলতে সাহস পাননি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এই হামলার সঙ্গে ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামান চাঁদাবাজি ও হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    জনপ্রিয়

    সর্বশেষ