বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটিকে যে ৩ শব্দ না বলাই ভালো

Picture of the author

24 Bangladesh

৭ জুলাই, ২০২৫ | 10:32 AM

Picture of the author

চ্যাটজিপিটি এআইয়ের এক অন্যতম আবিষ্কার, যা আমাদের জীবনে যেন আশীর্বাদ হয়েই এসেছে। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে।

অনেকেই এআই চ্যাটবটের সঙ্গে কথপোকথনের ক্ষেত্রেও অত্যন্ত বিনয়ী। অনেকেই যে কোনো কমান্ডে জুড়ে দেন ‘প্লিজ’ বা ‘ক্যান ইউ’। আবার প্রয়োজন শেষে ধন্যবাদ জানাতেও ভোলেন না। কিন্তু এই ধরনের শব্দ বলায় ভয়ংকর ক্ষতি হয়ে যেতে পারে তা জানেন কি?

মূলত ‘প্লিজ’, ‘ক্যান ইউ’, ‘থ্যাঙ্ক ইউ’, এই ধরনের শব্দগুলো মানুষের জন্য। সৌজন্য প্রকাশের জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। চ্যাটজিপিটি, জিমিন এআই, বা কোনো এআই চ্যাটবটই এগুলোর সঙ্গে অভ্যস্ত নয়। চ্যাটবট শুধু নির্দেশ বোঝে এবং তা কার্যকর করতে পারে।


এই ধরনের সৌজন্যমূলক শব্দগুলোর অর্থ বুঝতে যে পরিমাণ এনার্জি খরচ করতে হয় তা সংস্থাকে জন্য বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুখি করে। তাই এই ধরনের সৌজন্যমূলক শব্দ ব্যবহার না করাই ভালো।


জানা যাচ্ছে, পরবর্তীতে চ্যাটবটগুলোর পক্ষ থেকেই এই শব্দগুলোকে ব্লক করা হতে পারে। অর্থাৎ শুধু প্রয়োজনীয় নির্দেশ দেবেন অল্প শব্দে। পেয়ে যাবেন জবাব।


    জনপ্রিয়

    সর্বশেষ