Logo
শুক্রবার, ১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 1, 2025
শুক্রবার, ১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 1, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

কচুরিপানার সঙ্গে খালে ভেসে এলো মরদেহ

Picture of the author

24 Bangladesh

৩১ জুলাই, ২০২৫ | 9:34 AM

Picture of the author

ফরিদপুরের সালথা উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালে কচুরিপানার সঙ্গে মরদেহটি ভেসে আসে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করছিলেন। এ সময় তারা হঠাৎ ভাসমান মরদেহটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের পরনে শুধু একটি লুঙ্গি ছিল। শরীরের বেশিরভাগ অংশ পচে গলে গেছে এবং মাথার অংশে পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই লোকটি মারা গেছেন। তবে অর্ধগলিত ওই মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুরুরা খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মৃত ব্যক্তি এই এলাকার নয়। সম্ভবত অন্য কোথাও থেকে ভেসে এসেছে। মরদেহের শরীরের বেশিরভাগ অংশে পচন ধরেছে। আমরা মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছি এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



    জনপ্রিয়

    সর্বশেষ