সারাদেশ
24 Bangladesh
২৩ জুন, ২০২৫ | 10:43 AM
ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক কর্মকর্তাদের কাছে হয়রানির অভিযোগ করেন উপস্থিত সেবাপ্রার্থীরা।
সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর কাচারি ঘাটস্থ জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দিনভর চলে এই অভিযান।
অভিযানে পাঁচ সদস্য বিশিষ্ট এই দুদক টিমের নেতৃত্ব দেন দুদক ময়মনসিংহ সমন্বিত বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া। অভিযানকালে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের কক্ষে দুদকের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন উপস্থিত সেবাপ্রার্থীরা। এ নিয়ে দুদক কর্মকর্তাদের সামনেই সেবাপ্রার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নানএ সময় মো. সানি নামে এক সেবাপ্রার্থী বলেন, আমার বড় ভাই ভোটার হবেন তাই সব কাগজপত্র জমা দেওয়া। আজ সকাল ১০টায় নির্বাচন অফিসে আসার কথা ছিল কিন্তু ঢাকা থেকে আসতে এক ঘণ্টা দেরি হওয়ায় তারা শুনানি না করেই আবার নতুন করে তারিখ দিয়েছে। এই ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
াবাদ করে দুদক ।
জিজ্ঞাসা বিষয়ে