বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

চাঁদাবাজদের কাছে দেশ ছেড়ে দেবে না জামায়াত

Picture of the author

24 Bangladesh

১৩ জুলাই, ২০২৫ | 3:02 PM

Picture of the author

পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পাথরে মেরে হত্যা, দেশজুড়ে খুন, চাঁদাবাজি এবং ধর্ষণের প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর শাখা। 

বায়তুল মোকাররমে উত্তর গেটে দক্ষিণ জামায়াতের সমাবেশ দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজদের কাছে দেশ ছেড়ে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, লুটেরা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে জামায়াত।’


রফিকুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ ভেবেছিল, সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না। কিন্তু দেখা গেছে, আওয়ামী লীগের মতই আরেকটি দল সন্ত্রাসী, চাঁদাবাজি শুরু করেছে। নিজেরাই নিজেদের দলীয় নেতাকর্মীদের নৃশংসভাবে খুন করছে। তারা প্রতিদিন নির্বাচন চাইলেও সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছেন না। কারণ সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, খুনি তাদেরই পালিত।’ 

তিনি আরও বলেন, ‘জাতির সঙ্গে তামাশা করতে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। জনগণের জানমাল, ইজ্জত রক্ষা করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিক। থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নৈতিক দায়িত্ব ছিল পদত্যাগ করা।’


মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ মহানগরের নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উত্তর গেট থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। 


বিকেলে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মগবাজার মোড়ে সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। এতে মহানগর সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বিএনপির ইঙ্গিত করে বলেন, যারা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাদেরকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখান করবে। আবু সাঈদ-মুগ্ধের দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, হেলমেট বাহিনী, রড বাহিনী ও পাথর বাহিনীর স্থান নেই। 


সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগরের উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত প্রমুখ।

    জনপ্রিয়

    সর্বশেষ