প্রবাস
24 Bangladesh
১১ জুলাই, ২০২৫ | 8:39 AM
যুক্তরাজ্যের লন্ডনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।
গত সোমবার (৭ জুলাই) লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৫টি পদের জন্য ৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারপারসন পদে খলিল আহমদ কবির, জেনারেল সেক্রেটারি পদে সুফী সুহেল আহমেদ, ট্রেজারের পদে মো. আবুল মিয়া মনোনয়ন দাখিল করেন। বাকি ৩২টি সদস্য পদের জন্য ৪৩জন মনোনয়নপত্র দাখিল করেন।
প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার সদরুজ্জামান খান ও সহকারী কমিশনার পারভেজ সাজ্জাদ খুরেশী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, সাউথ ইস্ট রিজিওয়নের চেয়ারপারসন এম এ আজিজ, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপারসন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, ইমদাদুন খানম, বিটিএর ট্রেজারার মিসবাহ কামাল, ড. রোয়াব উদ্দিন, সাউথ ইস্ট রিজিওনের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল মালিক কুটি, কেন্দ্রীয় সহ ট্রেজারার এম এ কালাম, এন এ সি মেম্বার খলিল আহমদ কবির, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারা সুফী সুহেল আহমদ, সহ ট্রেজারার মো. আবুল মিয়া, সহ সভাপতি আখলাকুর রহমান, সাউথ ইস্ট রিজিওনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, ফারুক মিয়া, মিনাল চৌধুরী, ফারুক মিয়া জিলু, সৈয়দ আশফাক আহমেদ, ফারুক আহমদ জিল্লু, শাহান চৌধুরী, সালেহ আহমদ, রঞ্জন বিশ্বাস, নুর আহমদ, খালেদুল কিবরিয়া, আলী আহমদ তালহা প্রমুখ।
মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২১ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামী ৩ আগস্ট পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলে নির্বাচন ও বিজিএম অনুষ্ঠিত হবে। এতে সব সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।