তথ্যপ্রযুক্তি
24 Bangladesh
২২ জুন, ২০২৫ | 7:55 AM
স্মার্টফোনে এখন দ্রুতগতির চার্জ বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে পুরোনো কিছু ব্যবহৃত মডেলে ফাস্ট চার্জিং সুবিধা নেই। অথচ দ্রুত চার্জ দেওয়ার খুব প্রয়োজনে কী করবেন– এমন প্রশ্ন আসবে। কিছু কৌশল মানার চেষ্টা করলে দ্রুত চার্জ পরিষেবা পাওয়া কিন্তু সম্ভব। ডিভাইসে যেসব অ্যাপ বেশি ব্যবহৃত হয়, তা কিছু সময়ের জন্য বন্ধ করতে হবে। তখন ফাস্ট চার্জিং সুবিধা না থাকলেও ফোন চনেবে দ্রুত।ার্জ