বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

প্রথম টি২০তে যে একাদশে নামতে পারে বাংলাদেশ

Picture of the author

24 Bangladesh

১০ জুলাই, ২০২৫ | 8:23 AM

Picture of the author

শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের হতাশা এখনো কাটেনি বাংলাদেশের। তার মাঝেই আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ হারের রেশ কাটিয়ে নতুন মিশনে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।


পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।


টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বেশ কিছু সাফল্যের স্মৃতি বয়ে বেড়ায়। ২০১৬ সাল থেকে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের উত্থান এই সংস্করণে। লাসিথ মালিঙ্গাদের হারিয়ে ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগার বাহিনী। শ্রীলঙ্কার মাটিতেও ধারাবাহিক ভালো করেছে তারা। মাশরাফি বিন মুর্তজার অবসরের ম্যাচটি জিতেছিল কলম্বোতে।


২০১৮ সালের নিদাহাস ট্রফি টি২০ টুর্নামেন্টে স্বাগতিকদের দর্শক বানিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলেছেন সাকিব আল হাসানরা। নাগিন ড্যান্স ও লঙ্কানদের সঙ্গে ক্রিকেট মাঠের বিরোধ ওই টুর্নামেন্ট দিয়েই শুরু। ২০২৪ সালের বিশ্বকাপেও লিটনরা জিতেছেন। সেদিক থেকে এবারের সিরিজে বাংলাদশকে ফেভারিট মনে হওয়া স্বাভাবিক। অথচ বাংলাদেশ অধিনায়ক লিটন শ্রীলঙ্কাকে ফেভারিটের তকমা দেন।


তবে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। তিন নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক লিটন দাস। এরপর যথাক্রমে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেন।


তানজিম হাসান সাকিব ও সাইফউদ্দিনকে খেলালে ব্যাটিং লাইনআপটা বড় হবে। কারণ, তারা দু’জনই পেস বোলিং অলরাউন্ডার। অবশ্য তাসকিন আহমেদ আর মুস্তাফিজকে খেলালে আজ একাদশে থাকবে না সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদ হোসেন টি২০ তে অটো চয়েস। দু’জন স্পিনার খেলালে রিশাদের সঙ্গে বাঁহাতি নাসুম আহমেদ খেলতে পারেন। স্পিন অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদীও টিম ম্যানেজমেন্টের দরজায় কড়া নাড়ছেন। 


চূড়ান্ত একাদশ ঠিক হবে ম্যাচের আগ মুহূর্তে উইকেট দেখে। শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা আগেই জানিয়ে দিয়েছেন, পাল্লেকেলেতে হতে পারে রানবন্যার ম্যাচ, যেখানে ১৮০ রানের স্কোর করতে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে।


টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৭ বার। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৬ ম্যাচে, হার ১১টিতে। ২০০ বা তার বেশি রানের স্কোর আছে ৭ বার, যার দুটি শ্রীলঙ্কার বিপক্ষে।


বাংলাদেশের সম্ভাব্য এক একাদশঃলিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব/মোহাম্মদ সাইফউদ্দিন।



    জনপ্রিয়

    সর্বশেষ