সারাদেশ
24 Bangladesh
১৮ জুলাই, ২০২৫ | 12:04 PM
বাগেরহাটে জুলাই-আগস্ট গণঅভ্যুথানে নিহত শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে জেলা জাতীয়তাবাদী ওলামা দল।
শুক্রবার সকালে জেলা বিএনপি কার্যলয়ে জেলা ওলামা দল এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাগেরহাট জেলা ওলামা দলের আহবায়ক শেখ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মো. জাহিদুল ইসলামের সঞ্চলনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ আসাফুদৌলা জুয়েল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ, এ্যাডভোকেট হিরক মীনা, ওলামা দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ প্রমুখ।