মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

তথ্যপ্রযুক্তি

নিজের ভার্চুয়াল ছবি তৈরি করুন মেটার ‘ইমাজিন মি’ দিয়ে

Picture of the author

24 Bangladesh

১৯ জুলাই, ২০২৫ | 11:55 AM

Picture of the author

মেটা তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভার্চুয়াল সহকারী ‘মেটা এআই’-তে নতুন একটি সুবিধা চালু করছে। এর নাম ‘ইমাজিন মি’। এই সুবিধা ব্যবহার করে বার্তা লিখেই নিজের কল্পনার ছবি তৈরি করা যাবে। যেমন কেউ চাইলে নিজেকে ‘কাউবয়’ হিসেবে বা ‘সুপারহিরো’ রূপে কল্পিত ছবি বানাতে পারবেন।

সুবিধাটি পাওয়া যাবে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের চ্যাট উইন্ডোতে।

মেটার তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর বার্তা (প্রম্পট) ও সেলফি বিশ্লেষণ করে মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি হবে কল্পিত ছবি।

২০২৩ সালের অক্টোবরে মেটার সিইও মার্ক জাকারবার্গ একটি রিল ভিডিওতে এই ধারণা প্রথম তুলে ধরেছিলেন। এখন তা পরীক্ষামূলকভাবে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।


ব্যবহার পদ্ধতি

১. ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ‘@মেটা এআই’ লিখে একটি বার্তা পাঠাতে হবে।

২. বার্তার শুরুতে লিখতে হবে: ইমাজিন মি অ্যাজ…

যেমন: Imagine me as a cowboy

৩. তারপর ব্যবহারকারীকে তিনটি সেলফি পাঠাতে হবে—তিনটি ভিন্ন ভিন্ন কৌণিক অবস্থান থেকে তোলা।

এরপর মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেই সেলফি ও বার্তা বিশ্লেষণ করে একটি কল্পনানির্ভর ছবি তৈরি করে দেবে।সম্পাদনা ও নিরাপত্তা

তৈরি করা ছবিগুলো ব্যবহারকারী ইচ্ছামতো সম্পাদনা করতে পারবেন। চাইলে নতুন ছবি তৈরি করতে পারবেন।

প্রতিটি ছবির নিচে লেখা থাকবে: ‘Imagined with AI’—একটি জলছাপ বা ওয়াটারমার্ক হিসেবে।




    জনপ্রিয়

    সর্বশেষ