বিনোদন
24 Bangladesh
৬ আগস্ট, ২০২৫ | 7:58 AM
ম্রুণালের জন্মদিন ১ আগস্ট মুম্বাইয়ে আয়োজিত ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন ধানুশ। তিনি সাধারণত এ ধরনের পার্টিতে দেখা দেন না বলে তাঁর উপস্থিতি বলিউডের ভক্ত ও গসিপ জগতে আলোড়ন তোলে।
সেই পার্টির একটি ভিডিওতে দেখা যায়, ম্রুণালের হাত ধরে বেরিয়ে আসছেন ধানুশ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এরপর ধানুশ হঠাৎ হাজির হন ম্রুণাল অভিনীত ‘সন অব সর্দার টু’ ছবির বিশেষ প্রদর্শনীতে। সেখানে ম্রুণালকে দেখা যায় ধানুশের কানে কানে কিছু বলতে, হাসতে হাসতে সময় কাটাতে। উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সেটি নতুন করে গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দেয়। জুলাই মাসেও তারা একসঙ্গে ধরা দিয়েছিলেন। ধানুশের নতুন সিনেমা ‘তেরে ইশ্ক মে’-এর একটি ঘরোয়া পার্টিতে ম্রুণাল ছিলেন উপস্থিত।
প্রযোজক-কথাসাহিত্যিক কানিকা ঢিলনের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিতে ধানুশ ও ম্রুণালকে দেখা যায় একসঙ্গে হাসিমুখে, পাশে পুরো টিম। ছবির ক্যাপশন ছিল,‘আওয়ার ওজি রাঞ্জনা ইন দ্য হাউস ধানুশ’; যা এই আলোচনার ইন্ধন জোগায়।
এদিকে ম্রুণালের স্পটিফাই প্লেলিস্ট ‘মামাজ ফেভস’-এ ধানুশের বেশ কিছু গান যুক্ত থাকার বিষয়টিও ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি নিছক পছন্দের গান হতে পারে, তবে অনেকেই একে দেখছেন আরও গভীর কোনো সম্পর্কের ইঙ্গিত হিসেবে।
এই সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত ধানুশ বা ম্রুণাল কেউই মুখ খোলেননি। প্রেমের কথা স্বীকারও করেননি, আবার অস্বীকারও না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টু ডে এবং ফ্রি প্রেস জার্নাল সূত্রে জানা গেছে, দুজনের মধ্যে ঘনিষ্ঠতা নতুন হলেও সম্পর্কের বিষয়টি তারা আপাতত গোপন রাখতেই আগ্রহী।
ধানুশ ২০২২ সালে তাঁর স্ত্রী ঐশ্বর্যার সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এরপর থেকে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চুপচাপ। ম্রুণাল নিজেও সম্পর্কে জড়ানোর বিষয়ে সবসময় সতর্ক থেকেছেন। সাম্প্রতিক ঘটনাগুলো তাদের সম্পর্কের সম্ভাবনাকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বলিউড-সংশ্লিষ্ট অনেকেই।
সব মিলিয়ে এখন অপেক্ষা শুধু সময়ের এই ঘনিষ্ঠতা কী বন্ধুত্বেই সীমাবদ্ধ থাকে, নাকি সত্যিই প্রেমে রূপ নেয়, তা বলবে ভবিষ্যৎ। ততদিন পর্যন্ত বলিউডের গসিপপ্রেমী দর্শকদের জন্য এই জুটি যে আলোচনার কেন্দ্রে থাকবেন, তা বলাই যায়।