Logo
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

ভারতে সংবিধান রক্ষার বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

Picture of the author

24 Bangladesh

১১ আগস্ট, ২০২৫ | 12:48 PM

Picture of the author

দিল্লিতে সংবিধান রক্ষার বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতসহ জ্যেষ্ঠ বিরোধী এমপিদের আটক করেছে পুলিশ।


সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ‘যোগসাজশ’-এর অভিযোগে বিরোধী দলগুলোর বিক্ষোভ সংসদ ভবনের সামনে থেকে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়ে। এসময় কংগ্রেস এর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য দলের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।


রাহুল গান্ধীকে পুলিশ ভ্যানে বাসে তোলার সময় তিনি বলেন, এই লড়াই রাজনৈতিক নয়… এটি সংবিধান রক্ষার লড়াই। এটি ‘এক ব্যক্তি, এক ভোট’-এর অধিকারের জন্য।


দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার দীপক পুরোহিত আটকেট বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজনকে আটক করেছেন সে বিষয়ে জানাননি।


তিনি বলেন, এই বিক্ষোভের পূর্বানুমতি ছিলো না বলে আটক করা হয়েছে।


এর আগে, সংসদ ভবনের বাইরে বিক্ষোভস্থলের দৃশ্যে দেখা গেছে, বিপুলসংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন এবং পুলিশ ব্যারিকেড সরাতে ধাক্কাধাক্কি করছেন।

    জনপ্রিয়

    সর্বশেষ