Logo
বুধবার, ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 6, 2025
বুধবার, ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 6, 2025
আজকের শিরোনাম:

খেলা

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

Picture of the author

24 Bangladesh

৫ আগস্ট, ২০২৫ | 10:15 AM

Picture of the author

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই লক্ষ্যে আগামী আগস্ট-সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে সফরকারী নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেটে।


বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বোর্ডের মধ্যে ই-মেইলের মাধ্যমে আলোচনা করে তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।


এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজকে ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি। ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। সেখানে অংশ নেবেন এশিয়া কাপকে সামনে রেখে ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা।


এরপর ১৫ আগস্ট শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প। ২০ আগস্ট দল রওনা হবে সিলেটের উদ্দেশে, যেখানে ক্যাম্পের বাকি অংশ সম্পন্ন করে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।


    জনপ্রিয়

    সর্বশেষ