মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

ভারতে রাজ্যসভায় শপথ নিলেন হর্ষ বর্ধন শ্রিংলা

Picture of the author

24 Bangladesh

২১ জুলাই, ২০২৫ | 10:50 AM

Picture of the author

ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার পাঁচজন রাজ্যসভা সদস্য সংবিধানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। এদের মধ্যে তিনজনই মনোনীত সদস্য, যার মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাও রয়েছেন।


সভার শুরুতেই এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় এবং জুনে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্যসভা। এ ছাড়া রাজ্যসভা কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ছাড়াও লক্ষ্মীকান্ত বাজপেয়ি, রাজীব শুক্লা ও সঙ্গীতা যাদবকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।


সভার কার্যক্রম শুরু হলে বিরেন্দ্র প্রসাদ বৈশ্য (এজেপি) ও কানাদ পুরকায়স্থ (বিজেপি) শপথ গ্রহণ করেন। বাকি তিনজন মনোনীত সদস্য—মীনাক্ষী জৈন, সাদানন্দ মাস্টার ও হর্ষ বর্ধন শ্রিংলাও শপথ নেন।


সভার শেষে সম্প্রতি প্রয়াত রাজ্যসভার সাবেক সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি সি পেরুমল, কে কস্তুরিরঙ্গন, রোনাল্ড সাপা ত্লাউ, নেপালদেব ভট্টাচার্য, সুখদেব সিং ধিন্দসা, তেন্নালা জি বালাকৃষ্ণ পিল্লাই ও বিজয়কুমার রূপানির জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

    জনপ্রিয়

    সর্বশেষ