বিনোদন
24 Bangladesh
২০ জুলাই, ২০২৫ | 9:49 AM
ইডেন কলেজের ছাত্রী ইসরাত জাহান প্রিয়ার দায়ের করা ধর্ষণ মামলায় গত ২৪ জুন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পান নোবেল। নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে।
এই ঘটনার এক মাস যেতে না যেতেই আবারও পুলিশের হাতে আটক হলেন এই বিতর্কিত গায়ক, এমন খবর এসেছে গণমাধ্যমে। জানা যায়, গতকাল (১৯ জুলাই) দিবাগত মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিরপুর মডেল থানায় নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল।
উবার চালক জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার সাবেক স্ত্রী (প্রাক্তন) সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন।
ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে।
তবে নোবেলের বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।