জাতীয়
24 Bangladesh
৪ আগস্ট, ২০২৫ | 7:05 AM
রাজধানীতে রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে নগরীর কোনও কোনও স্থানে সাময়িক জলজটের সৃষ্টি হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজও ঢাকায় বৃষ্টি হতে পারে।
সোমবার (৪ আগস্ট) ঢাকা ও এর আশপাশের এলাকার পূর্বাভাসে জানানো হয়, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ২-৩ থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।