মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

‘সিভিআই’ সমস্যায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প

Picture of the author

24 Bangladesh

১৮ জুলাই, ২০২৫ | 9:20 AM

Picture of the author

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ (CVI) নামক একটি সাধারণ শিরা-জনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পর এই রোগ ধরা পড়ে। তবে বিষয়টি উদ্বেগজনক নয় বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।


শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প।


হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দুই পায়ের নিচের অংশে কিছুটা স্ফীতি এবং ডান হাতে কিছুটা আঘাতের চিহ্ন দেখা যায়। চিকিৎসকেরা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেন।

তবে হাতে আঘাতের চিহ্ন সম্পর্কে তিনি বলেন, “বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বারবার করমর্দনের কারণেই এই ক্ষতচিহ্ন দেখা গেছে।”


প্রেসিডেন্টের চিকিৎসক শন বারবাবেলা এক বিজ্ঞপ্তিতে জানান, ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষায় কোনো ধরনের গুরুতর সমস্যা পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্টের একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যার মধ্যে ছিল রক্তনালী সংক্রান্ত পরীক্ষা এবং উভয় পায়ের ডোপলার আল্ট্রাসাউন্ড। পরীক্ষায় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি শনাক্ত হয়, যা বয়স্কদের মধ্যে একটি সাধারণ ও নিরীহ অবস্থা।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছে এবং তার দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলেও জানিয়েছে হোয়াইট হাউস।




    জনপ্রিয়

    সর্বশেষ