বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

ধর্ম

দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ বাংলাদেশি হাজি

Picture of the author

24 Bangladesh

৯ জুলাই, ২০২৫ | 7:46 AM

Picture of the author

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ জন বাংলাদেশি হাজি। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রীদের মধ্যে ৫ হাজার ৮৭ জন সরকারিভাবে এবং ৭৫ হাজার ৪১৩ জন বেসরকারিভাবে দেশে ফিরেছেন। হজ যাত্রী পরিবহনে অংশ নিয়েছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস।

হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৫ হাজার ৪৩৭ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১১ হাজার ৬৯০ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে ফিরেছেন আরও ৬ হাজার ২৯২ জন হাজি।

এ পর্যন্ত হজ শেষে দেশে ফেরত আনতে ২১০টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর হজ পালন করতে গিয়ে ৪৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।

উল্লেখ্য, এ বছরের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে ৩১ মে। পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।


    জনপ্রিয়

    সর্বশেষ