বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে

Picture of the author

24 Bangladesh

২৮ জুন, ২০২৫ | 7:38 AM

Picture of the author

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের ক্রিকেট অঙ্গন অনেক সমৃদ্ধ। টেস্ট, ওয়ানডে ও টি টুয়েন্টি সব ফরমেটে বাংলাদেশের র‍্যাংকিং অনেকটাই উপরে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের ক্রিকেট অঙ্গন অনেক সমৃদ্ধ। টেস্ট, ওয়ানডে ও টি টুয়েন্টি সব ফরমেটে বাংলাদেশের র‍্যাংকিং অনেকটাই উপরে।


রংপুরের স্বনামধন্য ক্রিকেটাররা আগেও জাতীয় দলে অবদান রেখেছে এখনও তারা কাজ করছে।

শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তিতে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অঞ্চলভিত্তিক ক্রিকেট খেলা ও হান্ট প্রতিযোগিতার মাধ্যমে ট্যালেন্ট ক্রিকেটার বের করে আনা হবে। এছাড়াও যেসব মাঠ পড়ে আছে সেগুলোকে খেলার আওতায় আনতে সারা দেশে ১শ’ ক্রিকেট পিচ তৈরি করা হবে। রংপুর বিভাগে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও বয়স ভিত্তিকসহ প্রিমিয়ার লিগগুলোর ভেন্যু করার বিষয়টি বিসিবির প্রক্রিয়াধীন রয়েছে।

বিসিবি সভাপতি বলেন, টপ লেভেলে বাংলাদেশের অবস্থান অনেকটাই সময়ের ব্যাপার। আগামী দিনের ক্রিকেটারদের খেলার মান উন্নয়নের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সে কারণে বিভাগীয় নগরীতে আমাদের সফর। আমরা খেলার মাঠ, স্টেডিয়াম, প্র্যাকটিস পিচ ও সর্বোপরি ক্রিকেট দর্শক বাড়ানোর কাজ করছি।

পরে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন এবং অনূর্ধ্ব ১২ ক্রিকেট ফেস্টিভ্যালে সিক্স এ সাইড উৎসবের টস করেন।

উৎসবের আরো আয়োজনের মধ্যে ছিল পেস চ্যালেঞ্জ বোলারদের গতি পরীক্ষা, ক্রিকেট মেন্টরিং অভিভাবকদের বেসিক ক্রিকেট কোচিং, কমেন্ট্রি স্কিল ধারাভাষ্য দেওয়ার সুযোগ, সরাসরি স্টাম্পে আঘাত, ছবি আঁকা প্রতিযোগিতা, উইশ ফর বাংলাদেশ টিম- বিশেষ বোর্ডে বাংলাদেশ দলের শুভকামনা জানানো, উৎসবে ক্রিকেট, শিক্ষা, কুইজ ও ফ্যানের সমন্বয়ে বিভিন্ন আর্কষণীয় কার্যক্রম। এরপর তিনি খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়ামোদিদের সাথে মতবিনিময় করেন।

এসময় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, বাংলাদেশ নারী ক্রিকেট অধিনায়ক নীগার সুলতানা, সাবেক ক্রিকেটার নাসির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফারহান তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।




    জনপ্রিয়

    সর্বশেষ