বুধবার, ৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 23, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকিরের মরদেহ

Picture of the author

24 Bangladesh

২২ জুলাই, ২০২৫ | 9:29 AM

Picture of the author

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে পৌঁছেছে।


মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার মরদেহবাহী হেলিকপ্টার। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার বাসভবনে।


পাইলট সাগরের মেজ চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মৃত্যুর খবর শোনার পর তার পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ সেখানে প্রথম জানাজা শেষে সাগরের মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে রাজশাহী আনা হয়। এরপর সেখান থেকে একটি মরদেহবাহী গাড়িতে উপশহরের বাড়িতে আনা হয়।


তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহীর সপুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এদিকে সকাল থেকেই শুরু হয় পাইলট সাগরের কবর প্রস্তুতের কাজ। গোরস্তান মসজিদের পাশে তার কবর খোঁড়া হয়।




    জনপ্রিয়

    সর্বশেষ