Logo
বুধবার, ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 6, 2025
বুধবার, ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 6, 2025
আজকের শিরোনাম:

রাজনীতি

নতুন বাংলাদেশে বেঈমানদের স্থান নেই

Picture of the author

24 Bangladesh

৫ আগস্ট, ২০২৫ | 10:49 AM

Picture of the author

গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম নগরে আয়োজন করে ‘জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মান’ শীর্ষক একটি র‍্যালি।


মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে মুরাদপুর হয়ে ২ নম্বর গেইট মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয় র‍্যালিটি ।

র‍্যালিতে অংশ নেন শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন পাটোয়ারী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত জনতার জবাব, যা এখনও বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী চেতনা হয়ে আছে।


প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা আব্দুল মোহাইমিন পাটোয়ারী বলেন, ‘জুলাই বিপ্লবের এক বছর পার হলেও এখনও সেই সময়ের রাজনৈতিক মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। বরং গণহত্যার আসামিরা জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত বিচার এবং বিচারব্যবস্থার কাঠামোগত সংস্কার দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারে থেকেও কেউ কেউ আন্দোলনের অংশীদারদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। এটা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি। নতুন বাংলাদেশে এসব বেঈমানদের কোনো স্থান নেই।’


বিশেষ অতিথির বক্তব্যে মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, ‘এই দিনে আমাদের অনুভূতি আনন্দ ও বেদনায় মিশ্রিত। গতবছর এইদিনে মেডিকেলের মর্গগুলো লাশে ভরে গিয়েছিল, আর একই দিনে শতাব্দীর কুখ্যাত স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল। অথচ আজ কেউ কেউ সেই বিপ্লবের অবদান অস্বীকার করছে—আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’


মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ আমরা “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করতে যাচ্ছি। এতে শহীদ ও আহতদের পূর্ণ স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানানো হবে। তা না হলে জাতি আবার নতুন অভ্যুত্থানের পথে যাবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘গত বছরের এই দিনে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শাসকের পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম। ভবিষ্যতেও যদি শাহাদাতের চেতনায় ঐক্যবদ্ধ থাকি, তাহলে আর কোনো ফ্যাসিবাদ বাংলার মাটিতে টিকে থাকতে পারবে না।’


র‍্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




    জনপ্রিয়

    সর্বশেষ