বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫' ফ্রিতে দেখা যাবে যেখানে

Picture of the author

24 Bangladesh

৮ জুলাই, ২০২৫ | 1:42 PM

Picture of the author

বিগত কয়েক বছরে টেলিভিশন ধারাবাহিকের মধ্যে সবচেয়ে সাড়া ফেলেছে নির্মাতা কাজল আরিফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকের বিষয়বস্তু, সংলাপ কিংবা প্রেজেন্টেশন নিয়ে অনেক সমালোচনা থাকলেও এক শ্রেণির দর্শক এই ধারাবাহিকটিকে লুফে নিয়েছে। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই পর পর এই ধারাবাহিকের ৪টি সিজন নির্মাণ করেন পরিচালক।


কিন্তু মন খারাপের খবর হচ্ছে বিগত পর্বের মত এই সিজন ৫ আর ইউটিউবে দেখা যাবে না বলে জানানো হয়। কিন্তু এবার আর টেলিভিশনে নয়, ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে দেখা যাচ্ছে ধারাবাহিকটি। স্বাভাবিকভাবেই যতো পরিমাণ দর্শক ইউটিউবে ফ্রিতে নাটকটি দেখতো, এবার পয়সা খরচা করে অতোটা দেখেনি। তাই নতুন এই সিজন নিয়ে আলোচনাও তুলনামূলক কম দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।


এবার তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের সুখবর জানালেন নাটকটির নির্মাতা। সিজন ৫ এবার আসতে চলেছে ইউটিউব দর্শকের জন্য। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে কাবিলা, পাশা, হাবু, শিমুলদের জীবনযাপনের গল্পে নির্মিত এ নাটক।

অমি বলেন, ওটিটি স্ট্যান্ডার্ডে বানানোর পরেও অনেকে সিরিয়ালটি চায় ইউটিউবে দেখতে। এসব দর্শকদের কথা মাথায় রেখে ইউটিউবে দেখার সুযোগ করে দিচ্ছি। শুধু প্রমোশনাল কনটেন্ট আপলোড দিয়ে বুম ফিল্মসে ছয় লাখ সাবক্রাইবার ছাড়িয়েছে। 

অমি বলেন, এতে বোঝা যায় দর্শক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ইউটিউবে দেখার জন্য কি পরিমাণ আগ্রহী। আমি কনফিডেন্ট, দর্শক ওটিটি স্ট্যান্ডার্ডের সিরিজ ইউটিউবে একেবারে প্রথম পর্ব থেকে উপভোগ করতে পারবেন। তারা যে স্ট্যান্ডার্ড প্রত্যাশা করে আছে, বেটার কিছু পাবে। 

ইউটিউবের আগে বঙ্গ অ্যাপে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫-এর প্রথম আটপর্ব গত মাসেই মুক্তি পেয়েছে। অমি বলেন, অ্যাপে রেকর্ড পরিমাণ দর্শকদের কাছে ইতোমধ্যে পৌঁছুতে পেরেছি। এবার সেকেন্ড রিলিজ হচ্ছে ইউটিউব। যারা আগেই অ্যাপে দেখেছেন তারা হয়তো না দেখতে পারেন। ইউটিউবের পর আবার টিভিতেও যাবে। সবমাধ্যমে দর্শক রয়েছেন। আমি চাই, বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে তাদের কাছে কাজটি পৌঁছাক। 

এদিকে, ১০ জুলাই থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা সিরিজটি উপভোগ করতে পারবেন। ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার করবে চ্যানেল আই।


জানা গেছে, সিরিয়ালটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে। প্রতিবারের মতো এবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।

    জনপ্রিয়

    সর্বশেষ