Logo
সোমবার, ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 28, 2025
সোমবার, ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 28, 2025
আজকের শিরোনাম:

তথ্যপ্রযুক্তি

অ্যাপলের পরবর্তী আইপ্যাড প্রোতে ‘সামনে দুই ক্যামেরা’ থাকবে

Picture of the author

24 Bangladesh

২২ জুলাই, ২০২৫ | 10:07 AM

Picture of the author

এম৫ চিপযুক্ত অ্যাপলের পরবর্তী আইপ্যাড প্রো-তে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেইট মোডে ছবি তোলা এখন আরও সহজ হবে।


ব্লুমবার্গের মার্ক গারম্যানের মতে, চলতি বছরের শেষের দিকে যে আইপ্যাড প্রো মডেলটি আসবে, তার পোর্ট্রেইট প্রান্তে একটি দ্বিতীয় ফ্রন্ট-ফেসিং ক্যামেরা যোগ করবে অ্যাপল।


এটি ছোটখাটো একটি সুবিধা মনে হতে পারে, কিন্তু এর ফলে আইপ্যাড প্রো যে কোনো একটি ক্যামেরা ব্যবহার করে সেলফি বা ফেইসটাইম কলে সাবজেক্টকে ফ্রেমের কেন্দ্রে রাখতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।


আগের আইপ্যাড মডেলগুলোর তুলনায় নতুন এম৫ চিপ থাকা আইপ্যাড প্রো-তে ফ্রন্ট-ফেইসিং ক্যামেরার অবস্থান নিয়ে আর ঝামেলায় পরতে হবে না। আগে আইপ্যাডে ক্যামেরা শুধু পোর্ট্রেইট প্রান্তে থাকত, তবে ২০২৪ সালে আইপ্যাড প্রো এম৪-এ অ্যাপল তা ল্যান্ডস্ক্যাপে নিয়ে আসে।


ল্যান্ডস্কেপ মোডে আইপ্যাড ব্যবহারকারীরা তখন এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছিলেন। তবে পোর্ট্রেইট মোড ব্যবহারে অভ্যস্তদের জন্য ফেইস আইডি দিয়ে আনলক করা কিছুটা কঠিন হয়ে পড়েছিল।

এই নতুন আইপ্যাড প্রো-তে শুধু ক্যামেরার উন্নতিই নয় বরং এম৫ চিপ-এর কারণে পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সি-তেও কিছুটা উন্নতি দেখা যাবে বলে আশা করা হচ্ছে।


শুধু আইপ্যাড প্রো নয়, অ্যাপল পরবর্তী প্রজন্মের চিপ দিয়ে ভিশন প্রো, ম্যাকবুক প্রো, ম্যাক মিনি ও আইম্যাকও উন্নত করার কথা বিবেচনা করছে বলে গুঞ্জন চলছে।





    জনপ্রিয়

    সর্বশেষ