জাতীয়
24 Bangladesh
১১ আগস্ট, ২০২৫ | 3:24 PM
নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) এর সাবেক সভাপতি সাংবাদিক আবু তাহের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক থেকে সম্পাদক পদে উন্নিত হওয়ায় নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ ) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
আজ সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফোরামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মহিন এবং অর্থ সম্পাদক মো. রাজিব উদ্-দৌলা চৌধুরী।
নোয়াখালী শহরে জন্ম নেয়া বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ১৯৭৩ সালে সাংবাদিকতায় যোগ দেন। সম্পাদক হওয়ার আগে তিনি দৈনিক সংবাদ, খবর, আওয়াজ, প্রভাত, দেশবাংলা, ডেসটিনি, যুগান্তর ইত্যাদি পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি বাংলাদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক নিযুক্ত হন।
সাংবাদিক আবু তাহের দুই সন্তানের পিতা। তার প্রকাশিত বই চারটি। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।
আর/