বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করল চীন

Picture of the author

24 Bangladesh

৩০ জুন, ২০২৫ | 10:26 AM

Picture of the author

চীন ২১০ কোটি ডলার রিজার্ভ ঋণ হিসেবে নবায়ন করেছে, যা তিন বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা ছিল। পাশাপাশি দুই মাস আগে পাকিস্তান যে ১৩০ কোটি ডলারের একটি বাণিজ্যিক ঋণ পরিশোধ করেছিল, সেটিও চীন পুনরায় অর্থায়ন করেছে।

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। 

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, এই ঋণ নবায়নের পাশাপাশি সাম্প্রতিক অন্যান্য কিছু বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।

সূত্র উল্লেখ করে রিপোর্টে বলা হয়, চীন ২১০ কোটি ডলার রিজার্ভ ঋণ হিসেবে নবায়ন করেছে, যা তিন বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা ছিল। পাশাপাশি দুই মাস আগে পাকিস্তান যে ১৩০ কোটি ডলারের একটি বাণিজ্যিক ঋণ পরিশোধ করেছিল, সেটিও চীন পুনরায় অর্থায়ন করেছে। 

এছাড়া পাকিস্তান মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংক থেকে পেয়েছে ১০০ কোটি ডলার। বহুপাক্ষিক অর্থায়ন সংস্থার পক্ষ থেকে পেয়েছে ৫০ কোটি ডলার। এই ঋণ সহায়তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, এখন আমাদের রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ।

আইএমএফের ৭ বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচির আওতায় চলমান সংস্কারের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। আইএমএফের শর্ত অনুযায়ী, চলতি অর্থবছরের (শেষ তারিখ ৩০ জুন) শেষ নাগাদ পাকিস্তানের রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের বেশি হওয়া প্রয়োজন ছিল। চীন এর আগেও ২০২৫ সালের ৯ মার্চ ২০০ কোটি ডলারের একটি ঋণের পরিশোধ মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে, বিষয়টি তখন পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছিল। 

দ্য নিউজের তথ্যানুযায়ী, পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের প্রায় ৯২ ভাগ আসে তিনটি মূল উৎস থেকে। তা হলো বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা, দ্বিপাক্ষিক ঋণদাতা দেশ (এর মধ্যে চীন সবচেয়ে বড় অর্থায়নকারী) ও আসম্প্রতি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের পতন দেখা গেছে। ২০ জুন ২০২৫ শেষ হওয়া সপ্তাহে স্টেট ব্যাংক অব পাকিস্তানের রিজার্ভ ২.৬৬ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে দাঁড়ায় ৯.০৬ বিলিয়ন ডলারে। তবে এই নতুন ঋণ পুনর্বিন্যাস এবং অর্থায়ন সহায়তায় রিজার্ভ এখন আবার বেড়ে ১৪ বিলিয়ন।

সূত্র: রয়টার্স

ন্তর্জাতিক বন্ড ইস্যু। 

    জনপ্রিয়

    সর্বশেষ