আন্তর্জাতিক
24 Bangladesh
২৩ জুন, ২০২৫ | 6:27 AM
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে।
সোমবার (২৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অভিযানের জেরে তেলের বাজারে তাৎক্ষণিক মূল্যবৃদ্ধি দেখা গেছে।
রাতের আঁধারে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে চালানো হামলার পর যুক্তরাষ্ট্রের এনার্জি মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই বেড়ে যায় অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম লেনদেনের শুরুতেই ৩ শতাংশের বেশি বেড়ে গিয়ে প্রতি ব্যারেল ৭৯ মার্কিন ডলারের ওপরে উঠে যায়।
বিশ্লেষকরা পূর্বেই আশঙ্কা করেছিলেন, ইরানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়বে এবং তা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলবে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ব তেলবাজারে চাপ পড়বে, কারণ এই প্রণালীর মাধ্যমেই বিশ্বের এক-তৃতীয়াংশ তেল রপ্তানি হয়ে থাকে।
তেলের এই দামবৃদ্ধির প্রভাবে এশিয়ার শেয়ারবাজারেও চাপ পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।