মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

বিমান বিধ্বস্তে শিশুদের নিয়ে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ ইউনিসেফের

Picture of the author

24 Bangladesh

২২ জুলাই, ২০২৫ | 11:59 AM

Picture of the author

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া শিশুদের পরিচয়, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করার অনুরোধ জানিয়েছে ইউনিসেফ ।যেন তাদের ওপর কোনো বাড়তি মানসিক চাপ না পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আরও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত হয়।


মঙ্গলবার (২২ জুলাই) ইউনিসেফ এক বার্তায় এ আহ্বান জানিয়েছে।ইউনিসেফের বার্তায় বলা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় জাতিসংঘের পতাকা অর্ধনমিত রেখে জাতির সাথে শোকদিবস পালন করছে ইউনিসেফ।


এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে, এর মধ্যে বেশিরভাগই শিশু। আহত হয়েছেন আরও অনেকে।এতে আরও উল্লেখ করা হয়, আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি সেই সব পরিবারের প্রতি, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন। একইসঙ্গে আহতদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।


দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে, ইউনিসেফ সমাজসেবা অধিদপ্তরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং প্রশিক্ষিত সমাজকর্মীরা মাঠে কাজ করছে, যেন ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের এই কঠিন সময়ে মানসিক সহায়তা দেওয়া যায়।এ ছাড়া ইউনিসেফ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও গণমাধ্যমকর্মীদের প্রতি এ ঘটনায় বেঁচে যাওয়া শিশুদের পরিচয়, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করার অনুরোধ জানায়, যেন তাদের ওপর কোনো বাড়তি মানসিক চাপ না পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আরও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত হয়।


ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন মারা গেছে। আহত হয়েছে ১৭০ জন।









    জনপ্রিয়

    সর্বশেষ