শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

জিম্বাবুয়ের পথে তামিম-জাওয়াদরা

Picture of the author

24 Bangladesh

২৩ জুলাই, ২০২৫ | 12:37 PM

Picture of the author

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নিয়মিত সিরিজ খেলে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এবার দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ দলের গন্তব্য জিম্বাবুয়ে।


আজ বুধবার জিম্বাবুয়ের পৌঁছাবে বাংলাদেশের যুবারা। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার যুব দলকে নিয়ে ২৫ তারিখ থেকে এই সিরিজ মাঠে গড়াবে। মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল লড়বে ফাইনালে।

সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দল পরদিন (২৬ জুলাই) একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে।


প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, যার মাধ্যমে ১৬ দিনব্যাপী এই ত্রিদেশীয় সিরিজের পর্দা নামবে। ২০২৬ যুব বিশ্বকাপ সামনে রেখে তরুণ ক্রিকেটারদের প্রস্তুতির জন্য এটি একটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে।


ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি-


২৫ জুলাই-জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা

২৬ জুলাই-দক্ষিণ আফ্রিকা—বাংলাদেশ

২৮ জুলাই-জিম্বাবুয়ে—বাংলাদেশ

২৯ জুলাই-জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা

৩১ জুলাই-বাংলাদেশ—দক্ষিণ আফ্রিকা

১ আগস্ট-জিম্বাবুয়ে—বাংলাদেশ

৪ আগস্ট-জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা

৬ আগস্ট-দক্ষিণ আফ্রিকা—বাংলাদেশ

৮ আগস্ট-জিম্বাবুয়ে—বাংলাদেশ

১০ আগস্ট-ফাইনাল


    জনপ্রিয়

    সর্বশেষ