সারাদেশ
24 Bangladesh
১২ আগস্ট, ২০২৫ | 11:25 AM
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার মৌসুমী নামক তেলের পাম্পের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটে।
বিষয়টি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তক (ওসি) বুলবুল ইসলাম।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলো একটি যাত্রীভর্তি ইজিবাইক। ইজিবাইকটি মৌসুমি তেলের পাম্পের সামনে পৌঁছালে একই দিকে যাওয়া একটি ট্রাক ইজিবাইকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এই মূহুর্তে এর বেশি বলা যাচ্ছেনা। দুর্ঘটনাস্থলের যানজট নিরসন, দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় সনাক্তসহ অন্যান্য বিষয়ে আমরা কাজ করছি।
বিস্তারিত আসছে....