তথ্যপ্রযুক্তি
24 Bangladesh
৭ জুলাই, ২০২৫ | 11:08 AM
গত বছর টিকটক নিয়ে ভালোই জল ঘোলা হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। চীনের ভিডিও-নির্ভর এই সামাজিক যোগাযোগমাধ্যমটিকে নিষিদ্ধ করতে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইনও পাস হয়। ওই আইন অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে টিকটক বন্ধ হওয়ার কথা থাকলেও কার্যত তা সম্ভব হয়নি। তবে শিগগিরই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’।
তাদের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের শর্ত মেনে টিকটক বিক্রির একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এ চুক্তির আওতায় অ্যাপটির একটি নতুন, আলাদা সংস্করণ বাজারে আসবে। তবে চূড়ান্ত চুক্তিটি কার্যকর করতে হলে চীনা সরকারের অনুমোদন লাগবে।
তাদের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের শর্ত মেনে টিকটক বিক্রির একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এ চুক্তির আওতায় অ্যাপটির একটি নতুন, আলাদা সংস্করণ বাজারে আসবে। তবে চূড়ান্ত চুক্তিটি কার্যকর করতে হলে চীনা সরকারের অনুমোদন লাগবে।
এদিকে টিকটকের কর্মীরা এরই মধ্যে অ্যাপটির নতুন সংস্করণ তৈরিতে ব্যস্ত। অভ্যন্তরীণভাবে বর্তমান অ্যাপকে বলা হয় ‘এম’, আর নতুন অ্যাপটির কোডনেম রাখা হয়েছে ‘এম২ ’। এটি অ্যাপ স্টোরে আসবে আগামী ৫ সেপ্টেম্বর।
গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো টিকটক নিষিদ্ধের সময়সীমা আরও বাড়ান, যদিও সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আছে। বর্তমান সময়সীমা অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পুরোনো টিকটক অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে এবং নতুন অ্যাপটি চালু হবে। পুরোনো অ্যাপটি পুরোপুরি বন্ধ হবে মার্চ ২০২৬ সালে।