বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

প্রবাস

মালয়েশিয়ায় প্রভিডেন্ট ফান্ড কার্যকর অক্টোবর

Picture of the author

24 Bangladesh

২৬ জুন, ২০২৫ | 2:14 PM

Picture of the author

মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করেছে সরকার। আগামী অক্টোবর মাস থেকে এ প্রক্রিয়া কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করেছে সরকার। আগামী অক্টোবর মাস থেকে এ প্রক্রিয়া কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

বুধবার (২৫ জুন) ইপিএফ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন আইনের অধীনে মালয়েশিয়ায় নিযুক্ত সকল বিদেশির জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক হবে, গৃহকর্মী ব্যতীত, যাদের বৈধ পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট রয়েছে তাদের জন্য প্রযোজ্য।

বিবৃতিতে বলা হয়, কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের কাছ থেকে মাসিক বেতনের দুই শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ইপিএফ জানিয়েছে নতুন আইন বাস্তবায়নের আগে ব্যাপক প্রস্তুতি নিশ্চিত করার জন্য তারা নিয়োগকর্তা এবং মূল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে।

২০২৫ সালের বাজেট ঘোষণার পর থেকে ৩০টিরও বেশি কৌশলগত সম্পৃক্ততা অধিবেশন পরিচালিত হয়েছে, যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেআইএম, মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন, বেসরকারি সংস্থা এবং নিয়োগকর্তা ও বিদেশি কর্মীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

গত বছর দেশটির সংসদ ‘দেওয়ান রাকয়াতে’ ২০২৫ সালের বাজেট পেশ করার সময়, অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করার পরিকল্পনা কথা ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।





    জনপ্রিয়

    সর্বশেষ