বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

নির্বাচনের আগেই মৌলিক সংস্কার হতে হবে: সারজিস

Picture of the author

24 Bangladesh

২৪ জুন, ২০২৫ | 12:14 PM

Picture of the author

অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না। নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না

অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না। নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না


খুনিদের বিচারের বিষয়েও আমাদের কোনো আপস থাকবে না। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রেও কোনো আপোষ থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আসোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হল রুমে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলার আয়োজনে সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। 

সারজিস আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা। প্রথম সারির সাতটি দলের মধ্যে ছয়টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐক্যমত কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায় তবে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। 

সারজিস বলেন, বিগত দিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে চাঁদাবাজির জন্য ব্যবহার করেছে। ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করেছে। মাদকের সিন্ডিকেটের জন্য ব্যবহার করেছে। নিরাপরাধ মানুষকে নির্যাতন করার জন্য ব্যবহার করেছে। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির জন্য ব্যবহার করেছে। নতুন বাংলাদেশে কিছু কিছু সংগঠন একই কাজ করার চেষ্টা করছে। আমরা মনে করি নতুন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ আমাদের শত্রু নয়। আমরা তাদের প্রতিযোগী মনে করি। তবে কেউ যদি আবারো অপকর্ম করে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।  আমরা স্পষ্ট করে বলি জনগণের অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্খা তা পূরণ হয়নি বলে এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হয়েছে। জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছে। যাদের ধান্দাবাজির ইচ্ছে নেই তারাই যুব শক্তিতে আসবে। বর্তমানে যেসব রাজনৈতিক দল সক্রিয় রয়েছে কেউ আমাদের প্রতিপক্ষ নয়। তবে কেউ যদি অপকর্মে জড়ায় তবে তারা আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। কারণ তারা যদি চাঁদাবাজি করে তার আর অন্য কোনো পরিচয় থাকে না।  তার পক্ষে দল দাঁড়ায় তারাও চাঁদাবাজ। তাই যারা অপকর্ম চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয় তাদের জাতীয় যুব শক্তিতে আসার আহ্বান জানান তিনি। 

এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন- জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাড. তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দীন, কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় জেলা ও উপজেলার এনসিপি এবং যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।লম।



    জনপ্রিয়

    সর্বশেষ