জাতীয়
24 Bangladesh
২৪ জুন, ২০২৫ | 8:52 AM
আশুলিয়ায় ২০২৪ সালের গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততায় অনুসন্ধান চালিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সম্পন্ন তদন্তের প্রতিবেদনে এদের দায় প্রমাণ করার তথ্য-প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন এখন প্রসিকিউশন বিভাগে দাখিল করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলেও জানা গেছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে মামলার শুনানিতে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এছাড়া একই দিনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও গুম সংক্রান্ত মামলায় জড়িত জিয়াউল আহসানকে আদালতে উপস্থিত করানো হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, মানবতাবিরোধি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পক্ষ দিয়ে আইনজীবী নিয়োগের সম্ভাবনা রয়েছে।