জাতীয়
24 Bangladesh
২৫ জুন, ২০২৫ | 12:40 PM
বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির মধ্যে দুটির সংশোধনীতে দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
বিদ্যমান চার মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মধ্যে জাতীয়তাবাদ ও গণতন্ত্র নিয়ে তেমন বিরোধ না থাকলেও অপর দুটি সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে দ্বিমত রয়েছে ডান ও বাম দলগুলোর। ডান দলগুলোর যুক্তি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে সংবিধানে এ দুটি মূলনীতি থাকতে পারে না। অথবা শব্দগত পরিবর্তন করতে হবে। অপরদিকে বাম দলগুলোর অভিমত—এই চার মূলনীতির সঙ্গে প্রয়োজনে নতুন কিছু সংযুক্ত করতে তাদের আপত্তি নেই। তবে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িত ৭২-এর সংবিধানে হাত দেওয়ার সুযোগ নেই। এছাড়া কমিশনের বৈঠকের অগ্রগতি নিয়েও হতাশা ব্যক্ত করেছে কোনও কোনও দল।
বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনার মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
অবশ্য জামায়াত ও সিপিবিসহ কয়েকটি বাম দল এই বিষয়ে বক্তব্য রাখলেও বিএনপি এবং এনসিপি এখনও চূড়ান্ত মন্তব্য করেনি।